Saturday, December 8, 2018

সিঁড়ি - ঋতু চক্রবর্ত্তী (লাহিড়ী)





সেই যে আমি ছোট্টটি –

জানি কেবল গীর্জাঘরের সিঁড়িটি;

কাঠের সিঁড়ির আওয়াজ যেমন,

অলস দুপুর আজ, মন কেমন।



            বছর ঘুরে শুরু প্রাইমারি;

            পলক না ফেলতে সেকেন্ডারি।

            উঁচু ক্লাস, উঁচু তলায় –

            সবাই মাতি সিঁড়ির ধাঁধায়।



কোনোটা সরু, কঠিন চড়া,

অচেনা সিঁড়ি, রহস্যে ভরা।

কোন সিঁড়ি যে কোথায় গেছে!

বন্ধু ভরসা, একলা হারাই পাছে।



            ধাপগুলো যেন রঙ বদলিয়ে

            স্কুলবাড়ির পাচিঁল গলিয়ে,

            জীবনসিঁড়ি বানিয়ে চলে –

            সঙ্গে আছি”, বন্ধু বলে।

No comments:

Post a Comment

স্বাগতম্

প্রিয় বন্ধুরা, হেদুয়ার   পাশ   ধরে ,  বসন্ত   কেবিনের   গা   ঘেঁষে   যে   রাস্তাটা   চলে   গেছে ,  আমার   বেওয়ারিশ   ছোটবেলাটা   সে...