একটি নাম যা হোলি চাইল্ড এর সব শিশুকে একটি বাক্যে একত্রিত করে , তাঁরই শেখানো খেলা আজ ২৫বছর পর যদি খেলতে শুরু করি ব্যাপারটা কেমন হয়?
ব্যক্তিটি কে তা আর কাউকে বলে দিতে হবে না জানি। কিন্তু খেলাটা কি সবাই কে মনে করিয়ে দিই। সিস্টার একদিন ক্লাসে এসে বললেন কেউ যখন মারা যায় ,তখন তার সম্পর্কে আমরা ভালো ভালো কথা বলি, স্মৃতি চারণ করি ........ কিন্তু সেই বেচারা তো জানতেই পারে না, সে আসলে কতটা ভালো ছিল,লোকে কেন তাকে মনে রাখবে........।।। তাই আজ আমরা একটা খেলা খেলব যেখানে তোমার পাশের মেয়ের একটা গুণ যা তোমার মনে থাকবে, সেই কথা সবার সামনে বলবে।একে একে মেয়েরা উঠে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত ভাবে খেলেছিলাম। ২৫বছর বাদে, দেখি randomly প্রথম ২৫জন যাদের নাম মনে পড়ে, তাদের কি কারণে মনে আছে। অদ্ভুত অদ্ভুত কারণে হতে পারে । তালিকায় কাদের নাম ,কি ক্রমে আসবে কিছুই আগে থেকে ঠিক করি নি------সত্যি বলছি।।। শুরু করি তাহলে--------
১.অনিন্দিতা গুহ----মুক্তোর মত হাতের লেখা। ছোট বয়স থেকেই একটি অনবদ্য personality, ভিড়ের মধ্যে ও আলাদা।
২. অনুষ্টুপ----এত দুষ্টু সত্যি আগে জানতাম না। তবে স্কুল থেকে YMCA যে একটা drawing competition এ গেছিলাম। দারুণ ছবি এঁকে ছিল।
৩. অমৃতরূপা----একমুখ হাসি।মনে হয় class4 --pope John Paul কলকাতায় আসবে বলে আমাদের টাকা collect করতে বলা হয়েছিল। ১০০ টাকার ওপর চাঁদা তুলে দিতে পারলে একটা করে পদক। সবেদা গাছের ফাঁক দিয়ে দোতলার বারান্দায় বসে উঁকি মেরে দেখেছিলাম অমৃতরূপা পেয়েছিল।
৪. বিশাখা---- গম্ভীর মুখে line দাঁড়িয়ে discipline maintain করা, আর ঠিক তার ৫মিনিট আগেই সা রে গা মা পা না নি সুরে খিল খিল করে ,হাসি।
৫. বৈশাখী---- ভীষণ শান্ত। class5 এ geographyতে ৮০ পেয়েছিল বলে certificate পেয়েছিল।
৬. চুমকি---- class5 থেকে আমার best friend.কিন্তু class6 to 10 অভিমান করে কথাই বলি নি। কিন্তু পাতার পর পাতা চিঠি লিখতাম। স্কুল line এ শুধু একটা ইচ্ছা কথা,"ছুটির পর হলে দাঁড়াস।"এখনও best friend বলতে চুমকির নাম ই মনে পড়ে।যদিও বছরে একদিন ঠিক করে দেখা দূরে থাক কথা ও হয় না।
৭. চন্দ্রাণী----ও যে কতটা সুন্দরী, প্রথম বার চোখ বড় বড় করে দেখেছিলাম। কাকীমা (ওর মা) ওকে স্কুলের function এ দারুন সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলেন দোতলার psychology room এ।
৮. দিশারী----physics additional.মেয়েটা পড়াশোনা য় বড্ডো ভালো।
৯. দীপশিখা---- তুই আসলে ভীষণ ভালো, ভীষণ নরম মানুষ ছিলি রে.......।।কোন দিন বলাই হল না।
১০. ইরিনা----সুন্দর ছবি আঁকা। আর ওর বাড়িতে, ওর ঘরের দেয়ালে রং প্রতিটি কোণায় অজস্র অগুনতি তেন্ডুলকর।
১১. শর্মি---- আমার নাম থেকে খিমচে কিছুটা নিয়ে নিয়েছে-----কিভাবে মনে পড়ে মেয়েটাকে-----হা হা হা হা গগনবিদারী হাসি। ছোট বেলায় বেশ সর্দার সর্দার ছিল কিন্তু_---------।
৯. দীপশিখা---- তুই আসলে ভীষণ ভালো, ভীষণ নরম মানুষ ছিলি রে.......।।কোন দিন বলাই হল না।
১০. ইরিনা----সুন্দর ছবি আঁকা। আর ওর বাড়িতে, ওর ঘরের দেয়ালে রং প্রতিটি কোণায় অজস্র অগুনতি তেন্ডুলকর।
১১. শর্মি---- আমার নাম থেকে খিমচে কিছুটা নিয়ে নিয়েছে-----কিভাবে মনে পড়ে মেয়েটাকে-----হা হা হা হা গগনবিদারী হাসি। ছোট বেলায় বেশ সর্দার সর্দার ছিল কিন্তু_---------।
১২. ইতু----
"ইতুপাগলী"আমাদের সবার আদরের ডাক, মনে পড়লে ই সবার মুখে হাসি। আগে তো এতো রাগ করতিস না
তাতে--------।।এখন মারবি না তো। কিন্তু তুই যা তেমনি থাকিস। আমাদের সবার
-----"ইতুপাগলী"। অনেক আদর।
১৩.জয়তী চক্রবর্তী----- ভীষণ শান্ত, ভদ্র, মিষ্টি।
১৪. কাবেরী---- "কা.দা.গু,দা.গু,দা.গু"।। ওকে এই নামে ডাকতাম।কেন?কারণ ওর নাম ছিল কাবেরী দাসগুপ্ত। শব্দ- কল্প- দ্রুম।
১৫. লোপা----চুমকীর খুব ভালো বন্ধু। ভালো মেয়ে। কিন্তু তখন একটু রাগ হত,রাগ না jealousy.
১৬.মানালী---- খুব বেশি কাছ থেকে school life এ মিশি নি। কিন্তু sister Romana ভীষণ ভালোবাসতেন ওকে মনে আছে। খুব মিষ্টি মেয়ে, আমাদের অনেকের থেকেই অনেকটা আলাদা-----sister সেটা বুঝেই মনে হয় আলাদা ভাবে ওকে কাছে টেনে নিতেন।
১৭.পিয়ালী দত্ত---- পি .দ,আরেকজন নির্বিবাদী মানুষ, কোথায় যে হারিয়ে গেল?
১৮.পরমা---- হুল্লোড় বাজ। মাতিয়ে রাখতে ওস্তাদ।
১৯.রোশনি---- sophisticated.বরাবর বড্ডো কি যেন english এ বলে poised.
১৩.জয়তী চক্রবর্তী----- ভীষণ শান্ত, ভদ্র, মিষ্টি।
১৪. কাবেরী---- "কা.দা.গু,দা.গু,দা.গু"।। ওকে এই নামে ডাকতাম।কেন?কারণ ওর নাম ছিল কাবেরী দাসগুপ্ত। শব্দ- কল্প- দ্রুম।
১৫. লোপা----চুমকীর খুব ভালো বন্ধু। ভালো মেয়ে। কিন্তু তখন একটু রাগ হত,রাগ না jealousy.
১৬.মানালী---- খুব বেশি কাছ থেকে school life এ মিশি নি। কিন্তু sister Romana ভীষণ ভালোবাসতেন ওকে মনে আছে। খুব মিষ্টি মেয়ে, আমাদের অনেকের থেকেই অনেকটা আলাদা-----sister সেটা বুঝেই মনে হয় আলাদা ভাবে ওকে কাছে টেনে নিতেন।
১৭.পিয়ালী দত্ত---- পি .দ,আরেকজন নির্বিবাদী মানুষ, কোথায় যে হারিয়ে গেল?
১৮.পরমা---- হুল্লোড় বাজ। মাতিয়ে রাখতে ওস্তাদ।
১৯.রোশনি---- sophisticated.বরাবর বড্ডো কি যেন english এ বলে poised.
২০. শবরী---- "দীপ নিভে
গেছে মম"এই গানটা অসম্ভব ভাল গেয়েছিল।তোর দীপ নিভবেনা-----
দীপ জ্বেলে যাওয়াই তোর কাজ।গানে গানে , সুরে সুরে সুরেলা শবরী।
২১.সরিতা---- শবরীর পরে কাকে মনে পড়বে off course সরিতা। সম্পূর্ণ অন্য গায়কি, কিন্তু কি গলা আহা-----"হৃদয়ে তোমার দয়া যেন পাই।
২২. রূপসা পালিত----আরেকজন মিষ্টি মেয়ে। বাংলা য় একটা কথা আছে না, আলগা শ্রী।ও আসলে তাই, কোন কিছুই চেপে বসে নেই ওর ওপর।
২৩. রূপসা ব্যানার্জী---- আরে আমাদের batchটাই তো অসম্পূর্ণ ওর কথা না বললে। রাজ্যপালের থেকে prize পাওয়া,অঙ্কে100/100। আর কি কি লিখব?হলফ্
করে বলতে পারি batch এর একজন ও তোর কথা ভোলে নি।
২৪. পারমিতা রুদ্র---- আরেকজন।ওর প্রতিভা যে চাপা পড়ে থাকবে না সে কে না জানতো? সেই নাচ "আমার অঙ্গে অঙ্গে কে"-------!
২৫. পারমিতা চক্রবর্তী---- আমার পাশের মেয়ে। library র বাঁ পাশের classroom, teacher র seat র ঠিক পিছনে একটা extra black board, নানা রকম আলপনা আর quotation লেখা থাকত।দিদিরা এসে লম্বা বেণী সামনে টেনে তবে seat এ বসতেন,যাতে চুলে চকের গুঁড়ো না লাগে। পারমিতা বলল------"আচ্ছা ভাব লম্বা চুলের বদলে যদি ল্যাজ থাকতো কি হত?"হাসি আর আটকাতে পারছি না, এদিকে দিদি দাঁড় করিয়ে জিগ্গেস করছেন ----"হাসে কেন?"কি জ্বালা!
যা ২৫ হয়ে গেল? আরো আরো অনেক মুখের ভিড়। অনেক মজার মজার স্মৃতি। কিন্তু editing team মারবে।এত দেরী করে এত বড় ইতিহাস এর খাতা। বাকিরা অপেক্ষায় বা অজানায় থাকুক। কথা মত প্রথম ২৫জনের কথা ই লিখলাম। বাকিরা ও আছিস।সবার শুধু ভালো টাই মনে আছে সত্যি বলছি।।।।
২১.সরিতা---- শবরীর পরে কাকে মনে পড়বে off course সরিতা। সম্পূর্ণ অন্য গায়কি, কিন্তু কি গলা আহা-----"হৃদয়ে তোমার দয়া যেন পাই।
২২. রূপসা পালিত----আরেকজন মিষ্টি মেয়ে। বাংলা য় একটা কথা আছে না, আলগা শ্রী।ও আসলে তাই, কোন কিছুই চেপে বসে নেই ওর ওপর।
২৩. রূপসা ব্যানার্জী---- আরে আমাদের batchটাই তো অসম্পূর্ণ ওর কথা না বললে। রাজ্যপালের থেকে prize পাওয়া,অঙ্কে100/100। আর কি কি লিখব?হলফ্
করে বলতে পারি batch এর একজন ও তোর কথা ভোলে নি।
২৪. পারমিতা রুদ্র---- আরেকজন।ওর প্রতিভা যে চাপা পড়ে থাকবে না সে কে না জানতো? সেই নাচ "আমার অঙ্গে অঙ্গে কে"-------!
২৫. পারমিতা চক্রবর্তী---- আমার পাশের মেয়ে। library র বাঁ পাশের classroom, teacher র seat র ঠিক পিছনে একটা extra black board, নানা রকম আলপনা আর quotation লেখা থাকত।দিদিরা এসে লম্বা বেণী সামনে টেনে তবে seat এ বসতেন,যাতে চুলে চকের গুঁড়ো না লাগে। পারমিতা বলল------"আচ্ছা ভাব লম্বা চুলের বদলে যদি ল্যাজ থাকতো কি হত?"হাসি আর আটকাতে পারছি না, এদিকে দিদি দাঁড় করিয়ে জিগ্গেস করছেন ----"হাসে কেন?"কি জ্বালা!
যা ২৫ হয়ে গেল? আরো আরো অনেক মুখের ভিড়। অনেক মজার মজার স্মৃতি। কিন্তু editing team মারবে।এত দেরী করে এত বড় ইতিহাস এর খাতা। বাকিরা অপেক্ষায় বা অজানায় থাকুক। কথা মত প্রথম ২৫জনের কথা ই লিখলাম। বাকিরা ও আছিস।সবার শুধু ভালো টাই মনে আছে সত্যি বলছি।।।।
No comments:
Post a Comment